পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের নতুন সচিব মো. মশিউর রহমান
 
                 
নিউজ ডেস্ক
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হলেন মো. মশিউর রহমান। মন্ত্রণালয়ের বিদায়ী সচিব হামিদা বেগমের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি। বুধবার (২৪ মে) মন্ত্রণালয়ের বিদায়ী সচিব ও নবাগত সচিবের জন্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে নবনিযুক্ত সচিব মো. মশিউর রহমান ফুল দিয়ে বরণ করে নেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংসহ মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।
অনুষ্ঠানে বীর বাহাদুর উশৈসিং নবনিযুক্ত সচিবের নেতৃত্বে মন্ত্রণালয়ের কার্যক্রম আরও গতিশীল ও বেগবান হবে মর্মে আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, গত ২২ মে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ অধিশাখার প্রজ্ঞাপনে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো. মশিউর রহমানকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব পদে বদলির নিয়োগ দেওয়া হয়।
মশিউর রহমান বিসিএস প্রশাসন ক্যাডারের ১০ম ব্যাচের কর্মকর্তা। ২০২১ সালের ১৭ আগস্ট পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব পদে যোগ দেন তিনি। এর আগে ২০২১ সালের মে মাসে তিনি সচিব পদে ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান হিসেবে পদায়ন লাভ করেন। এ ছাড়া তিনি সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার, স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব, নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) পদে সরকারের দায়িত্ব পালন করেন। তিনি নাটোরের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন।
মশিউর রহমান ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার ভুরভুরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। কর্মজীবনে তিনি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, অস্ট্রেলিয়া, জাপান, চীন, মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, নেপাল, ইন্ডিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করেন।
তার সহধর্মিণী জনতা ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা। তিনি দুই সন্তানের জনক। বড় ছেলে বর্তমানে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষায় অধ্যয়নরত। ছোট মেয়ে গাজীপুর ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনেলাজির (আইইউটি) তৃতীয় বর্ষের ছাত্রী।
