লক্ষ্মীছড়ি জোনের উদ্যোগে অসহায়দের মাঝে মানবিক সহায়তা প্রদান - Southeast Asia Journal

লক্ষ্মীছড়ি জোনের উদ্যোগে অসহায়দের মাঝে মানবিক সহায়তা প্রদান

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পাহাড়ে স্থিতিশীলতা এবং শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের অন্তর্গত লক্ষীছড়ি জোন নিয়মিতভাবে বিভিন্ন সেবামূলক এবং জনকল্যাণমূলক কার্যক্রমের ধারা অব্যাহত রেখেছে।

এরই ধারাবাহিকতায় পার্বত্য জেলা খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি সেনা জোনের উদ্যোগে অসহায় পরিবারের মাঝে জনকল্যানমূলক মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।

বুধবার (২৪ মে) সকালে লক্ষ্মীছড়ি জোনের উদ্যোগে অসহায় পরিবারের মাঝে সেই জনকল্যানমূলক সহায়তা প্রদান করা হয়।

এদিন স্থানীয় অসহায় পরিবারে মাঝে সেলাই মেশিন, সোলার প্যানেল, ঘর নির্মাণের জন্য ঢেউ টিন এবং মেধাবী শিক্ষার্থীকে বই, চিকিৎসার জন্য আর্থিক সাহায্য, বিবাহ উপলক্ষ্যে আর্থিক সাহায্য, খেলাধুলার জন্য আর্থিক অনুদান, কৃষি বীজ, কীটনাশক এবং সার বিতরণ করা হয়।

মানবিক সহায়তা বিতরণ কর্মসূচি শেষে লক্ষ্মীছড়ি জোন অধিনায়ক লেঃ কর্ণেল এ এইচ এম জুবায়ের বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সবসময় সাধারণ মানুষের পাশে আছে এবং আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।

লক্ষ্মীছড়ি জোনের এই মহতী উদ্যোগে এলাকার সর্বস্তরের জনসাধারণ বাংলাদেশ সেনাবাহিনী তথা লক্ষ্মীছড়ি জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।