বাংলাদেশী পরিচয়ে শ্রমিকের কাজ করা অবস্থায় বান্দরবানে ৬ রোহিঙ্গা আটক - Southeast Asia Journal

বাংলাদেশী পরিচয়ে শ্রমিকের কাজ করা অবস্থায় বান্দরবানে ৬ রোহিঙ্গা আটক

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্কঃ

বাংলাদেশী পরিচয়ে বান্দরবান ৬৯ রিজিয়নের এমডিএস এলাকায় শ্রমিকের কাজ করার সময় রহিম মোল্লা (১৪), মোহাম্মদ আমান উল্লাহ (২৬), মো. এনায়েত (১৭), জাফর আলম (২৮), মোহাম্মদ সিরাজ (১৫) এবং জোবায়ের হোসেন (১৮) নামে ৬ রোহিঙ্গাকে আটক করা হয়েছে।

সোমবার (২৪জুন) দুপুরে তাদের আটক করা হয় বলে জানা যায়। আটককৃতরা সবাই কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের বাসিন্দা।

তাদের পুলিশের মাধ্যমে কক্সবাজার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে হস্তান্তর করা হবে জানা যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা রোহিঙ্গার পরিচয় কথা স্বীকার করেন।