বান্দরবানে জেএসএস কর্মীকে গুলি করে হত্যা
 
                “এখান থেকে শেয়ার করতে পারেন”
 
নিউজ ডেস্কঃ
বান্দরবান পার্বত্য জেলার রোয়াংছড়িতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি’র (জেএসএস) এক কর্মীকে বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।
নিহত অংথুইচিং মারমা (৩৮) একই এলাকার মং থুই মারমার ছেলে এবং পেশায় কৃষক ।
জানা যায়, ২৪ জুন সোমবার রাত দেড়টার দিকে উপজেলার থোয়াইঙ্গ্যা পাড়ার নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে তাকে গুলি করে চলে যায় অজ্ঞাত সশস্ত্র সন্ত্রাসীরা ।
রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাড়ি থেকে ডেকে নিয়ে তাকে গুলি করে হত্যা করা হয়েছে । স্থানীয়দের থেকে খবর পেয়ে ভোর রাতে তার লাশ উদ্ধার করেছে পুলিশ ।
