অবৈধভাবে পাচারের সময় পতেঙ্গায় ৩০ ব্যারেল তেলসহ ট্যাংকার জব্দ - Southeast Asia Journal

অবৈধভাবে পাচারের সময় পতেঙ্গায় ৩০ ব্যারেল তেলসহ ট্যাংকার জব্দ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

চট্টগ্রামের পতেঙ্গায় অবৈধভাবে পাচার করার সময় কর্ণফুলী নদীর মোহনা থেকে ৩০ ব্যারেল তেলসহ (৭ ব্যারেল ডিজেল, ২৩ ব্যারেল কালো তেল) এমভি ওয়াটার পাওয়ার নামের একটি অয়েল ট্যাংকার জব্দ করেছে কোস্ট গার্ড। অভিযানের সময় অয়েল ট্যাংকারটি দ্রুত তীরের কাছাকাছি থামিয়ে পাচারকারীরা নদীতে লাফ দিয়ে পালিয়ে যায়।

সোমবার (২৯ মে) সকালে পতেঙ্গার ১২নম্বর ঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ট্যাংকারটি জব্দ করা হয়। কোস্টগার্ড পূর্বজোনের সদরদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান।

লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান বলেন, একটি চক্র অবৈধ জলযানের মাধ্যমে চট্টগ্রাম বহির্নোঙরে অবস্থানরত বিভিন্ন বাণিজ্যিক জাহাজ থেকে বিভিন্ন সময়ে অবৈধভাবে তেল চুরি করে আসছে। সোমবার বহির্নোঙর থেকে চোরাই তেলসহ একটি অয়েল ট্যাংকার কর্ণফুলী চ্যানেলে প্রবেশ করবে এমন তথ্যের ভিত্তিতে ‘বিসিজিএস পোর্টে গ্র্যান্ডে’ নজরদারির বাড়ায় কোস্টগার্ডের জাহাজ। এসময় সন্দেহজনক একটি অয়েল ট্যাংকার থামার নির্দেশ দিলে সেটি দ্রুত কর্ণফুলী নদীর চ্যানেল দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে ট্যাংকারটি দ্রুত তীরের কাছাকাছি থামিয়ে নদীতে লাফ দিয়ে পালিয়ে যায় পাচারকারীরা।

এসময় ট্যাংকারটি থেকে ৭ ব্যারেল ডিজেল, ২৩ ব্যারেল কালো তেল জব্দ করা হয়। জব্দ জ্বালানি তেল ও ট্যাংকারটি কাস্টমসে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।