মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনার প্রস্তাব নাকচ করলো চীন - Southeast Asia Journal

মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনার প্রস্তাব নাকচ করলো চীন

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সিঙ্গাপুরে অনুষ্ঠেয় নিরাপত্তা সম্মেলনে বৈঠকে চীন ও মার্কিন প্রতিরক্ষা প্রধানের মধ্যে আলোচনার প্রস্তাব দেয় যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের এমন প্রস্তাব নাকচ করেছে বেইজিং। বিষয়টিকে শক্তিধর দেশ দুটির মধ্যে সংঘাতের নতুন ইঙ্গিত হিসেবে মনে করা হচ্ছে। গত ৩০ মে মঙ্গলবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

শুক্রবার (২ জুন) সিঙ্গাপুরে বার্ষিক শাংরি-লা আলোচনা শুরু হবে। এতে উপস্থিত থাকবেন মার্কিন ও চীনা প্রতিরক্ষামন্ত্রীও। প্রতিরক্ষা কর্মকর্তা ও বিশ্লেষকদের এটি একটি অনানুষ্ঠানিক বৈঠক। এ বৈঠকে বিভিন্ন দেশের প্রতিনিধির সঙ্গে মার্কিন ও চীনা প্রতিরক্ষামন্ত্রীরা দ্বিপাক্ষিক আলোচনা করবেন।

এক বিবৃতিতে পেন্টাগন বলেছে, ‘আমাদের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন ও চীনের লি সাংফুর আলোচনা প্রস্তাব রাতারাতি প্রত্যাখ্যান করে বেইজিং।’

পেন্টাগন আরও বলছে, তারা খোলামেলা আলোচনায় বিশ্বাসী।

এদিকে মঙ্গলবার এমন সিদ্ধান্তের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। সামরিক যোগাযোগের ঘাটতির বিষয়ে যুক্তরাষ্ট্র ‘ভালো মতো অবগত’ বলে দাবি চীনের।

সংবাদ সম্মেলনে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, ‘মার্কিনিদের উচিত অবিলম্বে নিজেদের ভুল চর্চার সংশোধন ও আন্তরিকতা প্রদর্শন করে দুই পক্ষের সামরিক যোগাযোগের উপযুক্ত পরিবেশ সৃষ্টি করা।’

অস্টিনকে এড়িয়ে যেতে চীনের এমন সিদ্ধান্ত ঠিক হয়নি বলে জানিয়েছেন সিঙ্গাপুরভিত্তিক নিরাপত্তা বিশ্লেষক ইয়ান স্টোরে। তিনি বলেন, ‘মার্কিন-চীন সম্পর্কে উত্তেজনার মধ্যে অস্টিনের সঙ্গে জেনারেল লি-এর আলোচনা প্রত্যাখ্যান আঞ্চলিক সম্পর্কে আরও ফাটল তৈরি করবে।’

জানা যায়, গত সপ্তাহে হোয়াইট হাউজের মুখপাত্র জন কিরবি জানিয়েছিলেন, চীনের প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে অস্টিনের আলোচনা হতে পারে।