খাগড়াছড়িতে বিভিন্ন প্রকল্প ও প্রতিষ্ঠান পরিদর্শনে ইউএনডিপি প্রতিনিধি ড. রাম এ শর্মা - Southeast Asia Journal

খাগড়াছড়িতে বিভিন্ন প্রকল্প ও প্রতিষ্ঠান পরিদর্শনে ইউএনডিপি প্রতিনিধি ড. রাম এ শর্মা

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্কঃ

ইউএনডিপির পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের বন ও জলবায়ু বিষয়ক কারিগরি প্রধান ড. রাম এ শর্মা সম্প্রতি খাগড়াছড়িতে ইউএনডিপি কর্তৃক পরিচালিত বিভিন্ন প্রকল্প ও প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন।

গত ২২ জুন শনিবার রাঙ্গামাটি হতে ড. রাম এ শর্মা সড়কপথে খাগড়াছড়ি আসার পর গত ২৩ জুন রবিবার সকালে তিনি খাগড়াছড়ি সদর উপজেলার যৌথখামার এলাকায় ইউএনডিপির সিআরসি প্রকল্পের সুবিধাভোগীদের নিয়ে জলবায়ু পরিবর্তন শীর্ষক আলোচনা সভা পরিদর্শন করেন। এসময় স্থানীয় উপজাতিদের বিভিন্ন পরামর্শের প্রেক্ষিতে ইউএনডিপির পক্ষ হতে তাদের সব ধরণের সহায়তার আশ্বাস দেন ড. রাম এ শর্মা।

এসময় ইউএনডিপি খাগড়াছড়ি কার্যালয়ের প্রকল্প কর্মকর্তা উচমং মারমা, পরিচিতা চাকমা, স্থানীয় কার্বারী রিম্রাচাই মারমাসহ স্থানীয় সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।

পরে দুপুরে তিনি খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের হল রুমে জেলা ইউএনডিপি কর্মকর্তা প্রিয়তর চাকমার সাথে বিভিন্ন প্রকল্প নিয়ে ঘন্টাব্যাপী মতবিনিময় সভা করেন।

বিকেলে ড. রাম এ শর্মা জেলা ইউএনডিপি কার্যালয়ে কর্মরত কারিগরি শাখার কর্মকর্তা ও কর্মচারীদের সাথে চলমান বিভিন্ন প্রকল্পের বিষয়ে আলোচনা সভায় অংশ নেন।

গতকাল (২৪ জুন) সোমবার সকালে জেলার গুইমারা উপজেলায় ইউএনডিপির সিআরসি প্রকল্পের সুবিধাভোগীদের নিয়ে জলবায়ু পরিবর্তন শীর্ষক আলোচনা সভায় যোগ দেন ইউএনডিপির পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের কারিগরি কর্মকর্তা রাম এ শর্মা। এসময় পাহাড়ে জলবায়ু পরিবর্তন ও এর প্রভাব এবং কৃষিখাতে পাহাড়ীদের বিভিন্ন সমস্যার কথা শুনে পাহাড়ে কৃষি ও কৃষকের উন্নয়নে তাদের পাশে থাকার আশ্বাস দেন তিনি।

এরপর আজ (২৫ জুন) মঙ্গলবার সকাল ১১টার দিকে ড. রাম এ শর্মা খাগড়াছড়ি জেলা সদরের এনজিও প্রতিষ্টান জাবারাং কল্যান সমিতি কার্যালয় পরিদর্শন করেন এবং পাহাড়ে বন শিল্প রক্ষায় ইউএনডিপি কর্তৃক জাবারাং কল্যান সমিতির মাধ্যমে পরিচালিত “ভিলেজ কমন ফরেষ্ট নেটওয়ার্কে” এ কর্মরত মাঠ পর্যায়ের কর্মীদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন।

এসময় সভায় জাবারাং কল্যান সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা ছাড়াও মাঠ পর্যায়ে কর্মকর্তা, কার্বারী ও সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।

সভায় ভিলেজ কমন ফরেষ্ট নেটওয়ার্কে” এ কর্মরত মাঠ পর্যায়ের কর্মীরা পাহাড়ে বন শিল্প রক্ষায় উক্ত প্রকল্পটিকে জেলা পরিষদের মাধ্যমে একটি স্বয়ংসম্পূর্ন এনজিও প্রতিষ্ঠানে রুপ দেয়ার জোর দাবি জানান।

এদিকে গত ২২ জুন থেকে খাগড়াছড়ি অবস্থানরত ইউএনডিপির পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের বন ও জলবায়ু বিষয়ক কারিগরি প্রধান ড. রাম এ শর্মা অদ্যাবদি পর্যন্ত খাগড়াছড়ি পর্যটন মোটেলে রাত্রিযাপন করলেও আগামীকাল ২৬ জুন বুধবার তিনি ঢাকার পথে রওনা হবেন বলেও জানা গেছে।