দূরছড়িতে উপজাতিদের রেশন বিতরণ, জেএসএস (সন্তু)’র নামে সাড়ে ৫ টন চাল আত্নসাৎ
 
                 
নিউজ ডেস্কঃ
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার দূরছড়িতে সরকারী ত্রান তহবিল হতে উপজাতিদের দেয়া রেশন বিতরণের সময় সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস’র নামে প্রায় সাড়ে ৫ টন রেশনের চাল আত্নসাৎ করার অভিযোগ উঠেছে।
জানা গেছে, মঙ্গলবার (২৫ জুন) পার্বত্য চট্রগ্রামের জনসংহতি সমিতির সদস্যদের (অস্ত্র সমর্পনকৃত) মাঝে এপ্রিল, মে ও জুন মাসের চাল বিতরণ করা হয়। দূরছড়ি বাজার খাদ্য গুদাম থেকে মোট ১১২ জন সদস্যকে জনপ্রতি ২৫০ কেজি হারে এ চাল প্রদান করা হয়।
তবে জনপ্রতি মাসে ১০০ কেজি করে চাল পাওয়ার কথা থাকলেও ৩ মাসে ৩শ কেজির পরিবর্তে প্রত্যেক কার্ডধারীকে ২৫০ কেজি হারে চাল বিতরণ করা হচ্ছে।

এ বিষয়ে রেশন/চাল বিতরণ কমিটির সভাপতি জ্যোতিষমান চাকমার কাছে জানতে চাইলে তিনি বলেন, জন প্রতি যে ৫০ কেজি চাল রাখা হচ্ছে এটা জেএসএস শন্তু গ্রুফের পার্টি অফিসে এর সমুদয় অর্থ জমা দিতে হবে। সে হিসেবে উপজাতিদের রেশন থেকে অন্তত সাড়ে সাড়ে ৫ টন চাল আত্নসাৎ করেছে জেএসএস (সন্তু)।
এছাড়া বিতরণকৃত এই ১১২ জনের মধ্যে কয়েকজন জন কার্ডধারী মৃত্যুবরণ করলেও মৃত ব্যক্তিদের পরিবারও এ চাউল নিচ্ছেন। এমনকি বর্তমানে জেএসএস বাঘাইছড়ি উপজেলা সভাপতি প্রভাত কুমার চাকমা (পুর্বে শান্তি বাহিনীর সদস্য থেকে আত্নসমর্পনকৃত) ওরফে কাকলী বাবু ১১২ কার্ডধারীর মধ্যে মধ্যে ১ জন কার্ডধারী বলে জানা যায়।
এদিকে জানা গেছে, এ ঘটনায় স্থানীয় উপজাতি সম্প্রদায়ের কার্ডধারীদের মাঝে চরম অসন্তোষ বিরাজ করছে।
প্রসঙ্গত, ২রা ডিসেম্বর ১৯৯৭ সালে পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষরের পর থেকে অস্ত্র সমর্পনকৃতদের প্রতিমাসে রেশন বিতরণের এ কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।এমনকি যারা মৃত্যবরণ করেছেন তারাও এ সুবিধা ভোগ করছেন বলেও জানা যায়।
