সুদানের সংকট নিরসনে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোকে স্বাগত জানিয়েছে ওআইসি
Secretary-General of the Organisation of Islamic Cooperation (OIC) Hissein Brahim Taha attends a meeting with Russian Foreign Minister in Moscow on October 24, 2022. (Photo by EVGENIA NOVOZHENINA / POOL / AFP)
![]()
নিউজ ডেস্ক
সুদানের যুদ্ধবিরতি ৫ দিনের জন্য বাড়ানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ইসলামিক সহযোগিতা সংস্থা-ওআইসি। জেদ্দায় মঙ্গলবার সংস্থার মহাসচিব হিসেন ব্রাহিম তাহা বলেছেন, চুক্তিটি একটি স্থায়ী যুদ্ধবিরতি এবং সুদানে সশস্ত্র সংঘাত অবসানের পথ খুলে দেবে।
মহাসচিব যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের প্রচেষ্টারও প্রশংসা করেন।
গত ১৫ এপ্রিল থেকে সুদানের সেনাবাহিনী এবং আধাসামরিক বাহিনীর মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব শুরু হয়। আন্তর্জাতিক হস্তক্ষেপে দেশটিতে কয়েক দফা যুদ্ধবিরতি কার্যকর হলেও দুই পক্ষের বিরুদ্ধে তা লঙ্ঘনের অভিযোগ রয়েছে। সোমবার সপ্তাহব্যাপী যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ পাঁচ দিন বাড়িয়ে দিতে সম্মত হয় বিবদমানরা।
সুদানের সংকট নিরসনে কূটনৈতিক প্রচেষ্টার পাশাপাশি আফ্রিকার দেশটির জন্য ত্রাণ সহায়তা পাঠাচ্ছে সৌদি আরব। পোর্ট সুদান আন্তর্জাতিক বিমানবন্দরে মঙ্গলবার ত্রাণবাহী দশম সৌদি বিমানটি পৌঁছায়।
বিমানটি ৩০ টন খাদ্য ও চিকিৎসা সামগ্রী বহন করেছে। এটি সুদানকে ১০০ মিলিয়ন ডলার মানবিক সহায়তা প্রদানে সৌদি উদ্যোগের অংশ।