খাগড়াছড়িতে পুলিশের বিশেষ অভিযানে অস্ত্রসহ পাহাড়ি সন্ত্রাসী গ্রেফতার
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি পার্বত্য জেলায় পুলিশের বিশেষ অভিযানে অস্ত্র ও কার্তুজসহ এক সন্ত্রাসীকে আটক করা হয়েছে।
গত ১৪ জুন বৃহস্পতিবার বিকেলে খাগড়াছড়ি সদর থানার এসআই(নিঃ) মিনহাজুল আবেদিন সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় মোবাইল ডিউটি চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করেন।
জানা যায়, খাগড়াছড়ি সদর থানাধীন ৩নং গোলাবাড়ী ইউনিয়ন পরিষদের পশ্চিমে হাতির কবরের পিছনে পাহাড়ের ভিতর একজন লোক আগ্নেয়াস্ত্র নিয়ে অবস্থান করিতেছে খবর পেয়ে খাগড়াছড়ির পুলিশ সুপারের নির্দেশনায় ও সদর থানার ওসি মোঃ আরিফুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনার মাধ্যমে তাকে আটক করা হয় এবং তার কাছ থেকে একটি দেশীয় তৈরী এলজি, দুইটি ১২ বোর কার্তুজ উদ্ধার করা হয়।
আটককৃত প্রত্যয় চাকমা প্রীতি (৪৪) জেলার দীঘিনালা উপজেলার ৩নং কবাখালী ইউপির ৯ নং ওয়ার্ডের কৃপাপুর এলাকার মৃত আরনন্দ চাকমার ছেলে।
পুলিশ জানায়, আটককৃত আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।