টিএন্ডটি গেইট প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখলমুক্ত করার দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ - Southeast Asia Journal

টিএন্ডটি গেইট প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখলমুক্ত করার দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্কঃ

খাগড়াছড়ি জেলা শহরের টিএন্ডটি গেইট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখলমুক্ত ও উক্ত মাঠ বিদ্যালয়ের নামে বন্দোবস্তি দেওয়ার দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ছবি-১: মাঠ দখলমুক্ত করার দাবিতে মানববন্ধনে এলাকাবাসী।

টিএন্ডটি গেইট এলাকাবাসীর আয়োজনে সকালে (২৭ জুন) খাগড়াছড়ি শাপলা চত্বরে আয়োজিত মানববন্ধনে টিএন্ডটি গেইট সমাজ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ আবুল বশরের সভাপতিত্বে বক্তব্য রাখেন পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য জনাব ইঞ্জিনিয়ার আব্দুল মজিদ, সংরক্ষিত মহিলা কাউন্সিলর সাহিদা আক্তার, পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের জেলা সভাপতি মোঃ আসাদুল্লাহ আসাদ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মোঃ সুমন আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ শাহাদাত হোসেন কায়েশ, সহ-সাধারণ সম্পাদ মোঃ সাইফুল ইসলাম, মোঃ সোহেলসহ টিএন্ডটি গেইট এলাকার স্থানীয় লোকজন।

ছবি-২: মাঠ দখলমুক্ত করার দাবিতে মানববন্ধনে অভিভাবকরা।

এসময় বক্তারা বলেন, বর্তমান সরকার সারাদেশে শিক্ষার্থীদের খেলা-ধুলার জন্য বিভিন্ন নতুন নতুন প্রকল্প হাতে নিয়েছে, কিন্তু খাগড়াছড়ি জেলা সদরের বিভিন্ন স্থানে কয়েকশ একর খাস ভূমি থাকা স্বত্ত্বেও জেলা পরিষদ উক্ত বিদ্যালয়ের মাঠেই প্রবীন হিতৈষী সংঘের জন্য একটি ভবন বরাদ্ধ দিয়েছেন। যে মাঠটি একসময় স্থানীয় ছাত্র-ছাত্রীরা খেলার মাঠ হিসেবেই ব্যবহার করে আসছে সে মাঠেই প্রবীন হিতৈষী সংঘের ভবন নির্মান কোন ভাবেই যৌক্তিক নয়। এসময় তারা প্রবীন হিতৈষী সংঘের ভবনটিতে অন্যত্র সরিয়ে নেওয়া বা শহরে আগে থেকেই থাকা বিভিন্ন সংঘ ও বৃদ্ধাশ্রমকে যুগপোযুগী করে গড়ে তোলার আহবান জানান।

প্রসঙ্গত, উক্ত বিদ্যালয়ের মাঠে গত ২রা মে প্রায় ৮০ লক্ষ টাকা ব্যয়ে বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ খাগড়াছড়ি জেলা শাখার ভবন নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী।