নানিয়ারচরে অসহায়দের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প পরিচালনা করল সেনাবাহিনী
নিউজ ডেস্ক
রাঙামাটি পার্বত্য জেলার নানিয়ারচরে অসহায় ও হতদরিদ্রদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প পরিচালনা করেছে সেনাবাহিনীর নানিয়ারচর জোন।
বুধবার (২১ জুন) সকালে উপজেলার সদর ইউনিয়নের বড়পুল পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত এই চিকিৎসা সেবা ক্যাম্প কার্যক্রম পরিদর্শনে উপস্থিত ছিলেন নানিয়ারচর জোন অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল এসএম রুবাইয়াত হুসাইন।
এদিন এলাকার পিছিয়ে পড়া ও অসহায় শতাধিক রোগী সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রমে এসে সেবা নেন। এসময় সেবা নিতে আসা রোগীদের মাঝে ডাক্তারি পরামর্শের পাশাপাশি বিনামূল্যে ঔষুধও বিতরণ করা হয়।
নানিয়ারচর জোন অধিনায়ক জানান, ‘মানবতার সেবায় প্রতি মাসে আমরা বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালনা করে থাকি। তারই ধারাবাহিতায় আজ বড়পুল পাড়া এলাকায় স্বাস্থ্যসেবা সেবা প্রদান করা হচ্ছে। যারা ক্রিটিকাল পেশেন্ট আছেন তাদেরকে চট্টগ্রামে পাঠানো ও চিকিৎসা খরচ নানিয়ারচর জোন বহন করবে। তিনি আরো বলেন, নানিয়ারচর জোনের পক্ষ থেকে মানবিক এই কার্যক্রম চলমান থাকবে। যাতে এলাকার জনসাধারণের মাঝে সম্প্রীতি বজায় থাকে।
এসময় নানিয়ারচর জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন মো. হাসানুন নাঈম, বাকছড়ি সেনা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন নেওয়াজ মো. আদনান খাঁন ও সিনিয়র ওয়ারেন্ট অফিসার মনু মিয়াসহ এলাকার হেডম্যান, কার্বারি, ইউপি সদস্য এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এদিকে, বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম পরিদর্শন শেষে জোন অধিনায়ক স্থানীয় হেডম্যান, কার্বারি, ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেন।