রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসন চায় কানাডা
![]()
ডেস্ক রিপোর্ট:
মিয়ানমার থেকে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসন চায় কানাডা। কানাডা সরকার রোহিঙ্গা সমস্যার কারণে বাংলাদেশে তার মেয়াদ আরো এক বছর বাড়িয়েছে। রোহিঙ্গা নারীদের সহায়তা করতে পারলে এ সমস্যা সমাধান আরো সহজ হবে।
বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার বেনোই প্রেফনটেইন বৃহস্পতিবার (২৭ জুন) রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস-বিস) মিলনায়তনে ডিক্যাব টকে এসব কথা বলেন।
কূটনৈতিক সংবাদদাতাদের সংগঠন (ডিক্যাব) এ অনুষ্ঠানের আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারের কাছেই আছে। শুধু বাংলাদেশে নয় মিয়ানমার যেখানে এ জনগোষ্ঠীর সংকট সৃষ্টি করেছে সেখানে কানাডা কাজ করতে আগ্রহী।
ডিক্যাব টকে সংগঠনের সভাপতি রাহীদ এজাজ ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব বক্তব্য রাখেন।