খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে সেনাবাহিনী কর্তৃক মানবিক সহায়তা প্রদান - Southeast Asia Journal

খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে সেনাবাহিনী কর্তৃক মানবিক সহায়তা প্রদান

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে সেনাবাহিনীর ২৪ আর্টিলারি ব্রিগেড ও গুইমারা রিজিয়ন আওতাধীন লক্ষ্মীছড়ি জোনের উদ্যোগে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে মানবিক সহায়তার অংশ হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (২৪ জুন) সকালে লক্ষ্মীছড়ি জোনের আওতাধীন শতাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন জোন অধিনায়ক লেঃ কর্ণেল এ এইচ এম জুবায়ের।

এসময় তিনি বলেন, এলাকায় স্থিতিশীলতা, শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখতে লক্ষ্মীছড়ি জোন নিয়মিতভাবে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে, আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।

এতে অন্যান্যের মধ্যে লক্ষ্মীছড়ি জোনের পদস্থ সামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।