‘পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়ন: সম্প্রীতি ও সহাবস্থানের গুরুত্ব’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত
![]()
নিউজ ডেস্কঃ
‘পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়ন: সম্প্রীতি ও সহাবস্থানের গুরুত্ব’ শীর্ষক একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
২৭ জুন বৃহস্পতিবার সকালে ঢাকায় জাতীয় প্রেসক্লাবে আইসিএলডিএস আয়োজিত বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।
আইসিএলডিএস এর সভাপতি মো: জমিরের সভাপতিত্বে সভায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের ভারপ্রাপ্ত সচিব মেছবাহুল হক, আইসিএলডিএস এর নির্বাহী পরিচালক আব্দুর রশিদ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নববিক্রম কিশোর ত্রিপুরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. দেলোয়ার হোসেন, ড. প্রফেসর আমেনা মহসিন, সাবেক পররাষ্ট্র মন্ত্রী শমসের মবিন চৌধুরী বীর বিক্রম, বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মেজবাহ কামাল প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় পার্বত্য মন্ত্রী তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাহাড়ের সত্যিকারের শান্তি চান। তিনি এ শান্তির লক্ষে কাজ করে যাচ্ছেন। তিনি চান পাহাড়িরা দেশের জন্য বোঝা না হয়ে দেশের জন্য সম্পদে পরিণত হোক। তিনি আন্তরিকভাবে এটি চান।