খাগড়াছড়িতে বিজিবির পক্ষ হতে দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ - Southeast Asia Journal

খাগড়াছড়িতে বিজিবির পক্ষ হতে দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় উপজেলায় ২শতাধিক গরিব ও অসহায় মানুষের মাঝে পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে উপহার বিতরণ করেছে ৪৩ বিজিবি (রামগড় ব্যাটালিয়ন)।

মঙ্গলবার (২৭ জুন) সকালে রামগড় পৌরসভার তৈচালাপাড়ায় অবস্থিত ৪৩ বিজিবির সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে ঈদ উপহার হিসেবে বিভিন্ন খাদ্য সামগ্রী দুস্থদের হাতে তুলে দেন ৪৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আবু বকর সিদ্দিক সাইমুম।

অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে লে. কর্নেল মো. আবু বকর সিদ্দিক সাইমুম বলেন, পাহাড়ের হতদরিদ্র জনগোষ্ঠির যেকোন দুঃসময়ে ৪৩ বিজিবি সর্বদা পাশে থাকবে।

উপহার সামগ্রীর মধ্যে রয়েছে চাল, তেল, চিনি, সেমাই, ডাল, লবণ ইত্যাদি।

এসময় বিজিবির বিভিন্ন পদবীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।