সীমান্তে দশ দিন পর বাংলাদেশি তরুণের লাশ হস্তান্তর - Southeast Asia Journal

সীমান্তে দশ দিন পর বাংলাদেশি তরুণের লাশ হস্তান্তর

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সীমান্ত এলাকার এক তরুণ নিখোঁজের দশ দিন পর মরদেহ হস্থান্তর করেছে বিএসএফ।

গত ২৭ জুন মঙ্গলবার সন্ধ্যায় পতাকা বৈঠকের মাধ্যমে বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের মাটিয়ারবন সীমান্তের কাইতাকোনায় বিজিবি ও পুলিশের কাছে মরদেহটি হস্তান্তর করা হয়।

নিহত আলমগীর হোসেন (১৯) উপজেলার রূপনগর গ্রামের প্রয়াত জামাল উদ্দিনের ছেলে।

মধ্যনগর থানার ওসি মো. জাহিদুল হক জানান, আলমগীর হোসেন নিখোঁজের পর তার পরিবার অনেক খোঁজাখুঁজি করে। আটদিন পর গত রোববার [২৫ জুন] ভারতের অভ্যন্তরে নকলম থানা এলাকায় তার লাশ পড়ে থাকার খবর পেয়ে প্রশাসনের সহযোগিতা চায় তার পরিবার।

“সুনামগঞ্জ-২৮ বিজিবি ভারতীয় বিএসএফের সঙ্গে কথা বলে জানতে পারে নিহত যুবক আলমগীর হোসেন। তবে কীভাবে তার লাশ ভারতের ভেতরে গেল আমরা জানি না।

“বিজিবি পতাকা বৈঠকের মাধ্যমে লাশ নিয়ে আসার পর আমাদের কাছে হস্তান্তর করেছে। আমরা পোস্ট মর্টেমে পাঠানোর প্রস্তুতি নিয়েছ; পেস্ট মর্টেমের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”

ওসি জাহিদুল আরও বলেন, কীভাবে ওই যুবক ভারতের ভিতরে গেলেন এবং তিন কিলোমিটার দূরে লাশ পাওয়া গেল – এসব বিষয়ও তদন্ত করা হবে।

You may have missed