সুইডেনে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনায় বাংলাদেশের নিন্দা - Southeast Asia Journal

সুইডেনে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনায় বাংলাদেশের নিন্দা

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সুইডেনে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনায় বাংলাদেশ সরকার তীব্র নিন্দা জানিয়েছে।

মঙ্গলবার (৫ জুলাই) জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, সুইডেনে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনায় ঢাকায় নিযুক্ত দেশটির শার্জ ডি অ্যাফেয়ার্সকে গত রোববার ডেকে নিন্দা জানানো হয়। একই সঙ্গে এ ঘটনায় জড়িত ব্যক্তির শাস্তি দাবি করা হয়। তখন রাষ্ট্রদূত জানিয়েছেন, সুইডেন সরকার এ জন্য ক্ষমা চেয়েছে এবং যে ব্যক্তি কাজটি করেছে, তাকে তারা গ্রেপ্তার করেছে।

এর আগে তরীকত ফেডারেশনের সভাপতি নজিবুল বশর মাইজভান্ডারী সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে সুইডেনে কোরআন শরিফ পোড়ানের ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি সুইডেনের রাষ্ট্রদূতকে ডেকে এই ঘটনার প্রতিবাদ করার দাবি জানান।

সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী বলেন, ইউরোপীয় ইউনিয়ন, ইংল্যান্ডসহ পশ্চিমা বিশ্ব ‘ডম অব রিলিজিয়ন’–এর অধীনে বিভিন্ন রকমের সরকারি ও আধা সরকারি সংস্থা সমগ্র বিশ্বে তদারকি করে। প্রয়োজনে বিভিন্ন দেশের সরকারের ওপর চাপও সৃষ্টি করে। এ চাপ সব সময় এশিয়ার ওপরই থাকে। বাংলাদেশের ওপর সংখ্যালঘু ও মানবাধিকার প্রশ্নে কোনো কারণ ছাড়াই সারাক্ষণ লেগেই থাকে বলে মন্তব্য করেন তিনি।