সীমান্তে ভেলায় ভেসে এলো গুলিবিদ্ধ বাংলাদেশির মরদেহ - Southeast Asia Journal

সীমান্তে ভেলায় ভেসে এলো গুলিবিদ্ধ বাংলাদেশির মরদেহ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

লালমনিরহাটের দুর্গাপুর সীমান্ত এলাকায় রফিকুল ইসলাম (২৪) নামে এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করে মরদেহ ভেলায় তুলে বাংলাদেশে পাঠিয়েছে দুর্বৃত্তরা। ধারণা করা হচ্ছে ভারতে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে ভারতীয় অংশে উত্তেজনা নিয়ে গোলাগুলিতে তার মৃত্যু হয়েছে।

শুক্রবার (৭ জুলাই) বিকেলের দিকে দুর্গাপুর মোঘলহাট সীমান্ত লাগোয়া জারি ধরলা নদীতে তার মরদেহ দেখতে পাওয়া যায়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত মরদেহ উদ্ধার করতে পুলিশ ও বিজিবিসহ স্থানীয় জনপ্রতিনিধি সীমান্ত এলাকায় চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে এখনও নদীতে মরদেহ ভেসে বেড়াচ্ছে।

রফিকুল ইসলাম ওরফে টেরে দূর্গাপুর ইউনিয়নের পূর্ব দীঘলটারী এলাকার চওড়াটারি এলাকার হায়দার আলীর ছেলে বলে জানা গেছে।

জানা যায়, ভারতের পঞ্চায়েত নির্বাচন নিয়ে ভারতীয় অংশে বেশ কিছু দিন ধরে উত্তেজনা চলে আসছিল। রফিকুল ও তার সহযোগীরা মিলে ভারতীয় অংশে নির্বাচন উপলক্ষে গেলে ভারতীয় দুর্বৃত্তরা তাকে গুলি করে হত্যা করে। পরে মরদেহ কলা গাছের ভেলায় ভাসিয়ে দেয় বাংলাদেশের দিকে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তার মরদেহ নো ম্যান্স ল্যান্ডে হওয়ায় উদ্ধার করতে পারেনি বিজিবি ও পুলিশ।

মোঘলহাট ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব বলেন, দুর্গাপুর সীমান্তের ওপারে তাকে গুলি করে হত্যা করা হয়েছে। তবে কে বা কারা মেরেছে তা এখনও বিস্তারিত জানা যায়নি। আমি ঘটনাস্থলের দিকে যাচ্ছি।

আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক বলেন, আমি বিষয়টি শুনে সীমান্তে পুলিশ পাঠিয়েছি। এখনও মরদেহ নদীতে ভাসছে। মরদেহ উদ্ধারে সকল কার্যক্রম চালানো হচ্ছে।

লালমনিরহাট ১৫ বর্ডার গার্ড (বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ বলেন, ঘটনা জানার পর-পরই ভারতীয় বিএসএফ’র সাথে যোগাযোগ করা হলে তারা সীমান্তে কোনো গুলি চালায়নি বলে জানিয়েছে। এটি কোনো সন্ত্রাসী গোষ্ঠীর কাজ হতে পারে।

তিনি আরও জানান, বিএসএফ বিষয়টি তদন্ত করে দেখবে বলে জানিয়েছে।