বান্দরবার সীমান্তে মালিকবিহীন বিদেশি সিগারেট জব্দ
“এখান থেকে শেয়ার করতে পারেন”
নিউজ ডেস্ক
কক্সবাজার ৩৪বিজিবির অধীন বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের বাইশফাঁড়ী বিওপির বিশেষ টহল দল কর্তৃক মালিক বিহীন বিদেশি সিগেরেট জব্দ করা হয়েছে।
গত ১০ জুলাই সোমবার আনুমানিক ভোর ৫টার দিকে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবির) অধীন বাইশফাঁড়ী বিওপি কমান্ডার শরিফুল ইসলামের নেতৃত্বে বিশেষ টহল দল কর্তৃক বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন ৯৪৯ বক্স (ডান্ডা) বিদেশি পেটরন সিগারেট জব্দ করতে সক্ষম হয়।
জব্দকৃত বিদেশি সিগারেট বালুখালী কাস্টম অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন কক্সবাজার (৩৪ বিজিবির) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী।