পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিদর্শনের যেতে চান ইইউ প্রতিনিধিরা - Southeast Asia Journal

পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিদর্শনের যেতে চান ইইউ প্রতিনিধিরা

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ইলেকশন এক্সপ্লোরেটরি মিশন প্রতিনিধিদল। বৈঠকে ইইউয়ের ছয় সদস্যের প্রতিনিধিদলটি পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিদর্শনের কথা জানিয়েছে। সেখানকার প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক করবে বলে জানিয়েছে।

গত ১০ জুলাই সোমবার সকালে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আমিনুল ইসলাম বলেন, ‘এই ছয় সদস্যের প্রতিনিধিদল এবার পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় যেতে চায়। সেখানকার প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক করবে। সে ব্যাপারে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সহায়তা চেয়েছে তারা।’

অতিরিক্ত সচিব আমিনুল ইসলাম আরও বলেন, প্রতিনিধিরা সেখানে গেলে প্রশাসনিক সব ধরনের সহায়তা দেবে মন্ত্রণালয়। নির্বাচনের আগে ছয় সপ্তাহের জন্য তারা পার্বত্য জেলার তিন জেলায় যাওয়ার ব্যাপারে জানিয়েছে। নির্বাচনের আগে তিন জেলায় যাওয়ার ব্যাপারে দেখার দায়িত্ব নির্বাচন কমিশন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের।

You may have missed