খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে মশা নিধন কার্যক্রম উদ্বোধন - Southeast Asia Journal

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে মশা নিধন কার্যক্রম উদ্বোধন

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ডেঙ্গুর হটস্পট চিহ্নিত করে গত কয়েকদিন ধরে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ায় খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পৌর এলাকায় মশা নিধন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জুলাই) সকালের দিকে মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. সামছুল হকের সভাপতিত্ব উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা জোনের অধিনায়ক লে. কর্ণেল মো. কামরুল হাসান।

এ সময় তিনি নিজের হাতে ফগার মেশিন ব্যবাহার করে মশা নিধন কার্যক্রমের উদ্বোধন করেন।

মাটিরাঙ্গা পৌরসভার সম্মুখ থেকে শুরু হয়ে অত্র এলাকার মশার আবাসস্থল ধংস করা সহ একইসাথে পৌর এলাকায় বিভিন্ন স্থানে এই মশা নিধন কার্যক্রম চলতে থাকবে বলে জানান পৌর কর্তৃপক্ষ।

অনুষ্ঠানে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, পৌর কাউন্সিলরবৃন্দ সহ অনেকে উপস্থিত ছিলেন।

You may have missed