ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক অনুদান ও শিক্ষা প্রতিষ্ঠানে বই দিল সেনাবাহিনী - Southeast Asia Journal

ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক অনুদান ও শিক্ষা প্রতিষ্ঠানে বই দিল সেনাবাহিনী

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বাংলাদেশ সেনাবাহিনীর ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়ন কর্তৃক অধিনস্ত এলাকার দুটি ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক অনুদান ও একটি শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ করা হয়েছে। একই দিন একজন হতদরিদ্র ব্যক্তিকে চিকিৎসার জন্য অনুদানও প্রদান করা হয়।

আজ বৃহস্পতিবার (২৭ জুলাই) সকালে রিজিয়ন সদর দপ্তরে এসব অনুদান ও বই বিতরণ করা হয়।

May be an image of 5 people and text

খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. মোহতাশিম হায়দার চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে এসব অনুদান ও বই তুলে দেন।

সূত্র জানায়, এদিন রিজিয়নের পক্ষ হতে বেগম চন্দন নূর হিফজখানা ও এতিমখানা এবং রুইলুই পাড়া গির্জার প্রতিনিধিদের কাছে অনুদান বাবদ দশ হাজার টাকা ও পঞ্চাশ হাজার টাকা তুলে দেন রিজিয়ন কমান্ডার । এছাড়া মোহাম্মদ সোলায়মান আলম নামের এক অসহায় ব্যাক্তির চিকিৎসার জন্য ৩০ হাজার টাকা আর্থিক অনুদান এবং জেলা সদরের নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট স্কুলের লাইব্রেরীর জন্য প্রধান শিক্ষিকা রুশদীনা আখতার জাহান’র নিকট বই হস্তান্তর করেন তিনি।

May be an image of 6 people and text

এসময় রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. মোহতাশিম হায়দার চৌধুরী জানান, পার্বত্য চট্টগ্রামের সামাজিক ও মানবিক প্রেক্ষাপটের মানোন্নয়নে সেনাবাহিনী অংশীজনদের জন্য সবসময় কাজ করে যাচ্ছে। এই ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ সময় খাগড়াছড়ি রিজিয়নের ব্রিগেড মেজর মো. ইমরোজ মুনিরসহ পদস্থ সেনা কর্মকর্তা ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।