খাগড়াছড়িতে দুস্থ, অসহায় ও কৃতি শিক্ষার্থীদের মাঝে ৪৩ বিজিবির উপহার সামগ্রী বিতরণ
নিউজ ডেস্ক
খাগড়াছড়ির রামগড়ে ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন এর উদ্যোগে সম্প্রীতি ও উন্নয়ন কর্মসূচির আওতায় দুস্থ ও অসহায়দের মাঝে উপহার সামগ্রী এবং প্রাথমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ জুলাই) সকালে ব্যাটালিয়ন সদরে ৪৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবু বকর সিদ্দিক সাইমুম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব উপহার সামগ্রী বিতরণ করেন।
বিতরণকৃত উপহারের মধ্যে ছিল—সেলাই মেশিন, ঢেউটিন, গবাদিপশু, বিয়ে ও চিকিৎসার জন্যে আর্থিক অনুদান এবং কৃতি শিক্ষার্থীদের জন্যে আর্থিক সহায়তা প্রদান।
এসময় ৪৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবু বকর সিদ্দিক সাইমুম বলেন, ‘জোন আওতাধীন এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও মেধাবী শিক্ষার্থীদের সামগ্রীক উন্নয়নে এটি বিজিবির নিয়মিত কর্মকান্ডের অংশ মাত্র। আমরা শান্তি, সম্প্রীতি, উন্নয়ন ও সীমান্ত রক্ষার পাশাপাশি অসহায় মানুষদের সহায়তা দিয়ে আসছি। আগামীতেও এটা অব্যাহত থাকবে’।
এ সময় রামগড় বিজিবির পদস্থ কর্মকর্তা, সাংবাদিক ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।