রামগড় সীমান্তে ৪৩ বিজিবির অভিযানে কোটি টাকার মোবাইল জব্দ - Southeast Asia Journal

রামগড় সীমান্তে ৪৩ বিজিবির অভিযানে কোটি টাকার মোবাইল জব্দ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ির রামগড়স্থ সীমান্ত সুরক্ষার দায়িত্বে নিয়োজিত বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি এর রামগড় ব্যাটালিয়ন কর্তৃক সাঁড়াশি অভিযান পরিচালনা করে ভারত থেকে রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধ পথে দেশে আনা ১ কোটি টাকা মূল্যের ৩২০টি মোবাইল জব্দ করা হয়েছে।

গতকাল ২৯ জুলাই শনিবার সাড়ে ৪টার দিকে উপজেলার কাশিবাড়ী বিওপি’র খেদা ব্রীজ নামক এলাকা থেকে এসব ফোন জব্দ করা হয়।

জানা যায়, গোপন সংবাদ পেয়ে এদিন বিকেলে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর অধীনস্থ কাশিবাড়ী বিওপিতে কর্মরত নায়েব সুবেদার মোঃ মতিউর রহমান এর নেতৃত্বে ১৩ সদস্যের একটি টহল দল কর্তৃক দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ২২১৮/৪-আরবি হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খেদা ব্রীজ নামক স্থানে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফাঁদ পেতে থাকে। তথ্যানুযায়ী ভারতের দিক হতে চোরাকারবারীরা মালামাল নিয়ে বাংলাদেশের দিকে আসতে দেখে বিজিবি টহল দল তাদের চ্যালেঞ্জ করলে চোরাকাবারীরা মালামাল ফেলে দৌড়ে পালিয়ে যায়।

এসময় ঘটনাস্থল তল্লাশী করে বিজিবি’র টহল দল ঘটনাস্থল হতে ৩২০ টি ভারতীয় বিভিন্ন কোম্পানীর মোবাইল জব্দ করে। জব্দকৃত সকল মোবাইলের সর্বমোট বাজার মূল্য প্রায় ১ কোটি টাকা।

বিজিবি জানিয়েছে, জব্দকৃত সকল ভারতীয় মোবাইল সীতাকুন্ড কাষ্টমস্ অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

রামগড় ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো. আবু বকর সিদ্দিক সাইমুম জানিয়েছেন, সীমান্তে নানা অপরাধ তৎপরতা ঠেকাতে বিজিবি সতর্ক রয়েছে। সীমান্ত সুরক্ষায় বিজিবির নজরদারি অব্যাহত থাকবে।

You may have missed