খাগড়াছড়ির লোগাং জোন কর্তৃক মানবিক সহায়তা বিতরণ - Southeast Asia Journal

খাগড়াছড়ির লোগাং জোন কর্তৃক মানবিক সহায়তা বিতরণ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

জনকল্যাণমুলক কর্মসূচীর আওতায় বিভিন্ন সহায়তা প্রদান করেছে খাগড়াছড়ির পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) লোগাং জোন। সহায়তার মাঝে ঢেউটিন, সেলাই মেশিন ও আর্থিক সহায়তা ছিল অন্যতম।

রবিবার (৩০ জুলাই) সকাল ১০টায় লোগাং সদর দপ্তরে সহায়তাগুলো তুলে দেন ৩ বিজিবি লোগাং জোন অধিনায়ক লে. কর্নেল এ কে এম আরিফুল ইসলাম।

পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)’র দায়িত্বপূর্ণ এলাকার কর্মহীন, অসহায়, হতদরিদ্র, সেলাই কাজ জানা বেকার ও দুস্থ জনসাধারনের মাঝে এ সব সহায়তা বিতরণ করা হয়।

এ সময় তিনি এলাকায় শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখতে এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান।