লিবিয়া-তিউনিসিয়া সীমান্ত থেকে ২৭ শরণার্থীর মরদেহ উদ্ধার - Southeast Asia Journal

লিবিয়া-তিউনিসিয়া সীমান্ত থেকে ২৭ শরণার্থীর মরদেহ উদ্ধার

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

তিউনিসিয়ার সীমান্তের কাছে লিবিয়ার পশ্চিম মরুভূমিতে সাম্প্রতিক সময়ে সাব-সাহারান আফ্রিকার অন্তত ২৭ শরণার্থী মারা গেছে। লিবিয়ান সরকারের মুখপাত্র মোহাম্মদ হামুদা বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন।

ফেসবুকে পোস্টে লিবিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মঙ্গলবার গভীর রাতে সীমান্তের কাছ থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। ওই এলাকায় একটি ফরেনসিক দল পাঠানো হয়েছে।

একই পোস্টে লিবিয়ার মেডিক্যাল দলের কাছে আফ্রিকান শরণার্থীদের সেবা নেওয়ার ছবি প্রকাশ করেছে মন্ত্রণালয়।

সাম্প্রতিক মাসগুলোতে উপকূলীয় এলাকা থেকে কিছু শরণার্থীকে সরিয়ে অন্যত্র সরিয়ে নেওয়া শুরু করেছে তিউনিসিয়ার নিরাপত্তা বাহিনী। শরণার্থীরা বলছেন, তাদের অনেককে মরুভূমিতে ফেলে দিয়েছে বাহিনী।

চলতি মাসের শুরুর দিকে তিউনিসিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বিষয়টি স্বীকার করেন। তিনি জানান, সাব-সাহারান উদ্বাস্তুদের যে ছোট দলগুলো দেশে প্রবেশের চেষ্টা করছে, তাদের লিবিয়া এবং আলজেরিয়ার সঙ্গে মরুভূমি সীমান্ত এলাকায় ঠেলে দেওয়া হচ্ছে।