‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বিয়া’ নিষিদ্ধ ঘোষণা
নিউজ ডেস্ক
জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্বিয়া নামে জঙ্গি সংগঠনটি নিষিদ্ধ করেছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক শাখা-২ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে।
বুধবার (৯ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখা-২ এর উপসচিব মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী সই করা প্রজ্ঞাপনে বলা হয়, ‘জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্বিয়া’ নামে জঙ্গি সংগঠনটির ঘোষিত কার্যক্রম দেশের শান্তিশৃঙ্খলা পরিপন্থি বলে মনে করছে সরকার। ইতোমধ্যে এ সংগঠনটির কার্যক্রম জননিরাপত্তার জন্য হুমকি বলে বিবেচিত হওয়ায় বাংলাদেশে এর কার্যক্রম নিষিদ্ধ করা হলো। অবিলম্বে এ আদেশ কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
জঙ্গি সংগঠন জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্বিয়াসহ দেশে এ পর্যন্ত আটটি জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ করেছে সরকার। নিষিদ্ধ অন্য জঙ্গি সংগঠনগুলো হলো আনসারুল্লাহ বাংলা টিম (এটিবি) বা আনসার আল ইসলাম, জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি), হিযবুত তাহরীর, হরকাতুল জিহাদ আল ইসলাম, জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশ (জেএমজেবি), হরকাতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশ (হুজি-বি) ও শাহাদাত আল হিকমা।