জাতীয় শোক দিব‌সে মা‌টিরাঙ্গায় সেনাবাহিনীর চি‌কিৎসা সেবা প্রদান - Southeast Asia Journal

জাতীয় শোক দিব‌সে মা‌টিরাঙ্গায় সেনাবাহিনীর চি‌কিৎসা সেবা প্রদান

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

স‌ম্প্রীতি ও উন্নয়‌নের ধারায় জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মু‌জিবর রহমা‌নের ৪৮তম শাহাদাত বা‌র্ষিকী উপল‌ক্ষে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ক‌রে‌ছেন মা‌টিরাঙ্গা সেনা জোন।

মঙ্গলবার (১৫ আগস্ট) সকা‌লে মা‌টিরাঙ্গা সরকা‌রি ম‌ডেল উচ্চ বিদ্যালয়ের হল রু‌মে মে‌ডি‌কেল ক্যাম্পেইনের মাধ্যমে এ‌ সেবা প্রদান করা হয়।

এসময় মা‌টিরাঙ্গা জো‌নের আওতাধীন হতদ‌রিদ্র ও অসহয় পাঁচ শতা‌ধিক স্থানীয় পাহা‌ড়ি-বাঙ্গালি নারী পুরুষের মা‌ঝে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ঔষধ প্রদান করেন।

অনষ্ঠানে এলাকার হেডম্যান, কার্বা‌রি, জনপ্রতি‌নি‌ধি ও বি‌ভিন্ন গন মাধ্যম কর্মীগন উ‌প‌স্থিত ছি‌লেন।