রাঙ্গামাটিতে বিজিবির বিনামূল্যে চিকিৎসা সেবা ও ত্রাণ সামগ্রী বিতরণ - Southeast Asia Journal

রাঙ্গামাটিতে বিজিবির বিনামূল্যে চিকিৎসা সেবা ও ত্রাণ সামগ্রী বিতরণ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙ্গামাটির লংগদুতে রাজনগর ৩৭ বিজিবি উদ্যোগে জাতির স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে এলাকার গরীব ও দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ এবং বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

গতকাল ১৫ আগস্ট মঙ্গলবার বিকালে রাজনগর জোন মাঠে জোনের দায়িত্বপূর্ণ এলাকার গরীব ও দুস্থ ২০৭টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) এর অধিনায়ক, লে. কর্নেল শাহ্ মো. শাকিল আলম এর নির্দেশনায় রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) এর সকল অফিসারবৃন্দ উপস্থিত থেকে গরীব ও দুস্থ জনসাধারণের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, আটা, ডাল, তেল, চিনি ও লবন ইত্যাদি।

এমসয় সর্বমোট ১৮০ জন স্থানীয় গরীব অসহায় জনসাধারণকে বিনামূল্যে চিকিৎসা প্রদান এবং ঔষধ বিতরণ করা হয়।