সাইবার ঝুঁকি মোকাবিলায় একসঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ-ভারত - Southeast Asia Journal

সাইবার ঝুঁকি মোকাবিলায় একসঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ-ভারত

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সাইবার ঝুঁকি মোকাবিলায় একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে দুই প্রতিবেশী বাংলাদেশ ও ভারত। এ লক্ষ্যে উভয় দেশ যৌথভাবে সাইবার ড্রিল এবং সক্ষমতা উন্নয়নের কর্মশালা করতে ঐকমত্য পোষণ করে।

সোমবার (২১ আগস্ট) ভারতের নয়া দিল্লিতে সার্ট ইন্ডিয়ার প্রধান কার্যালয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে ইন্ডিয়ান কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিমের (সার্ট ইন্ডিয়া) মহাপরিচালক ড. সঞ্জয় বাহলের দ্বিপাক্ষিক বৈঠককালে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একই দিনে আইসিটি প্রতিমন্ত্রী পলক বিশ্বজুড়ে ব্যাংকিংসহ নানা ডিজিটাল সেবা প্রদানকারী আউটসোর্সিং প্রতিষ্ঠান বিএলএস ইন্টারন্যাশনালের নয়াদিল্লীর গীতা নগরীতে অবস্থিত কাস্টমার সার্ভিস সেন্টারের কার্যক্রম পরিদর্শন করেন।

এছাড়া প্রতিমন্ত্রী ভারতের জাতীয় পরিচয়পত্র দেখভালকারী প্রতিষ্ঠান ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়ার (ইউডিএআই) প্রধান নির্বাহী কর্নেল নিখিল সিনহা’র সঙ্গে বৈঠক করেন। দ্বিপাক্ষিক বৈঠকে ‘আধার’ সিস্টেমের কারিগরি ও ব্যবস্থাপনার মাধ্যমে ভারতীয় নাগরিকরা নাগরিক সেবা গ্রহণের পাশাপাশি কীভাবে সুশাসন প্রতিষ্ঠা করছে তা তুলে ধরা হয়। বাংলাদেশের এনআইডি সিস্টেমকে আরও ভবিষ্যতমুখী এবং অধিকতর ভ্যালু অ্যাডেড সলিউশন অন্তর্ভুক্ত করার বিষয়েও মতামত ব্যক্ত করেন আইসিটি প্রতিমন্ত্রী।

You may have missed