রাঙ্গামাটিতে সেনাবাহিনী কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ - Southeast Asia Journal

রাঙ্গামাটিতে সেনাবাহিনী কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য জেলা রাঙ্গামাটির স্থিতিশীলতা এবং সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর রাঙ্গামাটি রিজিয়ন নিয়মিতভাবে দূর্গম এলাকায় মানবতার সেবায় গরীব ও অসহায় মানুষের কল্যাণে বিনামূল্যে চিকিৎসা সহায়তা দিয়ে জনকল্যানমূলক কার্যক্রমের ধারা অব্যাহত রেখেছে।

এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার (২২ আগস্ট) রাঙ্গামাটি রিজিয়নের তত্ত্বাবধানে নিজস্ব দায়িত্বপূর্ণ এলাকার সকল সম্প্রদায়ের অসহায়, দুস্থ ও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

দিনব্যাপী এই চিকিৎসা সেবা প্রদান করেন ৩০৫ পদাতিক ব্রিগেড রাঙ্গামাটি রিজিয়নের মেডিক্যাল অফিসার। এসময় স্থানীয় জনসাধারণ বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করে সেনাবাহিনীর প্রতি সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করে।

এ বিষয়ে রাঙামাটি রিজিয়ন কমান্ডার জানান, পার্বত্য এলাকার অসহায় এবং গরীব মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত কল্পে নিয়মিতভাবে এই চিকিৎসা সেবার আয়োজন করা হবে। এছাড়াও পার্বত্যঞ্চলে অসহায় সুবিধাবঞ্চিত মানুষের পাশে শান্তি ও দুর্যোগকালীন সময়ে রাঙ্গামাটি রিজিয়ন যেকোন সহযোগীতায় পাশে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

You may have missed