সীমান্তে পাকিস্তান সেনা ও জঙ্গিদের মধ্যে বন্দুকযুদ্ধ, নিহত ১০ - Southeast Asia Journal

সীমান্তে পাকিস্তান সেনা ও জঙ্গিদের মধ্যে বন্দুকযুদ্ধ, নিহত ১০

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

আফগানিস্তান সীমান্ত লাগোয়া পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ওয়াজিস্তানে সেনা সদস্য ও জঙ্গিদের সাথে বন্দুকযুদ্ধে অন্তত ১০ জন নিহত হয়েছে।

গত ২২ আগস্ট মঙ্গলবার স্থানীয় সময় সকালের দিকে এই গোলাগুলির ঘটনা ঘটেছে বলে পাকিস্তানের সামরিক বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে।

জানা গেছে, নিহতদের মধ্যে ছয়জন সেনা সদস্য রয়েছেন। ওপর চারজন জঙ্গিগোষ্ঠীর সদস্য। তবে গোলাগুলিতে কোন জঙ্গিগোষ্ঠী জড়িত তা পরিষ্কার হওয়া যায়নি। এছাড়া তাৎক্ষণিকভাবে কোনও গোষ্ঠীও এই গোলাগুলিতে জড়িত থাকার দায় স্বীকার করেনি।

পাক সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, তীব্র গোলাগুলি সময় বীরত্বের সাথে লড়াই করে ছয় সাহসী সৈন্য মারা গেছেন।

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে ওয়াজিরিস্তান জেলার অবস্থান। এই জেলাটি পাকিস্তানের স্থানীয় জঙ্গিদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে রূপ নিয়েছে। সেখানকার স্থানীয় জঙ্গিগোষ্ঠীর সদস্যরা দীর্ঘদিন ধরে পাকিস্তানের সরকার ও আফগানিস্তানের তালেবানদের বিরুদ্ধে লড়াই করে আসছে।

You may have missed