রাঙ্গামাটিতে সড়ক দূর্ঘটনায় নিহত ১, আহত ২
“এখান থেকে শেয়ার করতে পারেন”
![]()
নিউজ ডেস্কঃ
রাঙ্গামাটি পার্বত্য জেলার রাজস্থলীতে নির্মানাধীন রাস্তায় পানি দেওয়ার জন্য উঁচু পাহাড়ে উঠার সময় পিকআপ গাড়ির নিয়ন্ত্রন হারিয়ে খাদে পদে ১জন নিহত হয়েছে। এ ঘটনায় আরো ২জন আহত হবার খবর পাওয়া গেছে।
৫ জুলাই শুক্রবার দুপুর ১২টার সময় এই ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার খানসামা সড়কে পানি দেওয়ার জন্য মাহিন্দ্রা গাড়ী করে পানি নেওয়ার সময় উচু পাহাড়ে উঠতে গিয়ে গাড়ীটি নিয়ন্ত্রন হারিয়ে প্রায় ৭০ ফুট নিচে খাদে পড়ে গেলে ড্রাইভার সাইফুল(২৮) চাপা পড়ে ঘটনাস্থলে প্রাণ হারায়। সে লংগদুর মাইনী এলাকার ইসমাইল হোসেনের ছেলে। সেই সাথে মহসীন (২২) ও মিরাজুল ইসলাম (৪০) নামে দুইজন আহত হয়।