পানির নীচে রোহিঙ্গা ক্যাম্প
![]()
নিউজ ডেস্কঃ
টানা বর্ষনে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু রোহিঙ্গা ক্যাম্প প্রায় পানির নীচে তলিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে।
বুধবার (৩রা জুলাই) রাত থেকে শুক্রবার (৫ জুলাই) সকাল পর্যন্ত ভারী বর্ষণে তলিয়ে যায় এ ক্যাম্পটি।
রোহিঙ্গা নেতা দিল মোহাম্মদ জানান, প্রবল বৃষ্টি, পাহাড়ি ঢলে তুমব্রু কোনারপাড়া রোহিঙ্গা শিবির তলিয়ে গেছে। যার ফলে রোহিঙ্গারা চরম দুর্ভোগে পড়েছে। কিছু উচু মাচাংঘরে এবং কিছু উঁচু জায়গায় ক্ষতিগ্রস্ত রোহিঙ্গারা আশ্রয় নিয়েছে। বাংলাদেশের অভ্যন্তরে প্লাবিত লোকজন মানবেতর জীবন যাপন করছে। সীমান্ত খাল দিয়ে পানি প্রবাহিত হতে বাধা পড়ায় এ সমস্যার সৃষ্টি হয়েছে বলেও জানান এ রোহিঙ্গা নেতা।
টানা বর্ষনে প্লাবিত হয়েছে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু কোনারপাড়া, বাজার পাড়া, মধ্যম পাড়ার বেশকিছু ঘর-বাড়ি।