দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসনের দাবিতে কক্সবাজারে মানববন্ধন
নিউজ ডেস্ক
রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনের দাবিতে কক্সবাজারে মানববন্ধন ও সমাবেশ করেছেন স্থানীয়রা।
বৃহস্পতিবার (২৪শে আগস্ট) বেলা ১১টায় কক্সবাজার শহরের কোর্ট বিল্ডিং চত্বরে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা বলেন, রোহিঙ্গাদের কারণে কক্সবাজারে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। তারা হত্যা, মাদক ব্যবসা, মানবপাচার, অস্ত্র ব্যবসা ও অপহরণের মতো অপরাধে জড়িত। এসবের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা ও দ্রুততম সময়ের মধ্যে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের দাবি জানানো হয় মানববন্ধন ও সমাবেশে।
এসময় বক্তব্য রাখেন কক্সবাজার পৌরসভার মেয়র মাহবুবুর রহমান চৌধুরী, কেন্দ্রীয় যুবলীগ নেতা ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইশতিয়াক আহম্মদ জয়, কক্সবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুজিবুল ইসলামসহ আরও অনেকে।