রাঙামাটিতে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে পিসিসিপি’র শিক্ষা সামগ্রী বিতরণ
নিউজ ডেস্ক
পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) রাঙামাটি জেলা শাখার উদ্যােগে এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৫ আগষ্ট) বিকেলে রাঙামাটি শহরের বনরূপা ক্যাফে দাওয়াত রেষ্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।
রাঙামাটির জেলা সভাপতি মোঃ হাবীব আজম এর সভাপতিত্বে ও পৌর কমিটির সভাপতি পারভেজ মোশারফ হোসেনের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠানে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ রাঙামাটি জেলার সহ-সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, প্রচার সম্পাদক হুমায়ুন কবির, পিসিসিপি রাঙামাটি সরকারি কলেজ শাখার আহ্বায়ক মোঃ শহিদুল ইসলাম, পৌর সহ-সভাপতি মোঃ রিয়াজ প্রমুখ।
পরে সভা শেষে শতাধিক এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।