রাঙামাটিতে পিসিএনপি'র মতবিনিময় সভা অনুষ্ঠিত - Southeast Asia Journal

রাঙামাটিতে পিসিএনপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সংগঠনকে গতিশীল করার লক্ষে রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি)’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ আগস্ট) সকালে রাঙামাটি শহরের বনরুপাস্থ একটি রেস্তোরাঁয় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জেলা শাখার সভাপতি শাব্বির আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মজিবর রহমান।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ সোলায়মান, জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি মো. নাদিরুজ্জামান, সহ-সভাপতি আমির মো. ছাবের, নানিয়ারচর উপজেলা ভাইস চেয়ারম্যান ও পিসিএনপির জেলা কমিটির সহ-সভাপতি নুরুজ্জামান, মহিলা পরিষদ রাঙামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক আছমা মল্লিক, ছাত্র পরিষদ রাঙামাটি জেলা কমিটির সভাপতি মো. হাবিব আজম সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশেরই এক ও অবিচ্ছেদ্য অংশ। এক দেশে দু’ধরনের আইন বিরাজমান। জেলা পরিষদ, পার্বত্য আঞ্চলিক পরিষদ ও পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের চেয়ারম্যান হিসেবে শুধু উপজাতীরাই নিয়োগ পাবেন। বাঙ্গালিদের প্রার্থী হওয়ারও কোনো সুযোগ নেই। স্থায়ী বাসিন্দা সনদ নিতে হয় স্থানীয় উপজাতী হেডম্যানদের কাছ থেকে। স্থায়ী বাসিন্দার সনদ ভোটাধিকারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অভিযোগ রয়েছে উপজাতী অধ্যুষিত অঞ্চলে বসবাসরত বাঙ্গালীদেরকে কৌশলে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে এবং তাদেরকে বহিরাগত বলে মানসিকভাবে দুর্বল করে রাখা হচ্ছে।

মতবিনিময় সভা থেকে সকল জাতি গোষ্ঠীর প্রতি বৈষম্য দূরীকরণের আহ্বান জানান বক্তারা।

You may have missed