রাঙামাটিতে অসহায়দের মাঝে আর্থিক সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ করল সেনাবাহিনী - Southeast Asia Journal

রাঙামাটিতে অসহায়দের মাঝে আর্থিক সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ করল সেনাবাহিনী

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটিতে নানিয়ারচর জোন সুদক্ষ দশের উদ্যোগে এবং সম্প্রতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় অসহায়দের মাঝে আর্থিক সহায়তা ও স্থানীয় ফুটবল খেলোয়াড়দের মাঝে খেলাধুলার বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে।

রবিবার (২৭ আগস্ট) সকালে নানিয়ারচর জোনের একটি কক্ষে এসকল সহায়তা প্রাপকদের হাতে তুলে দেন নানিয়ারচর জোন সুদক্ষ দশের জোন অধিনায়ক লে. কর্ণেল এস. এম. রুবাইয়াত হুসাইন।

সাবেক্ষং কিংস ইলিভেন্ট ক্লাব ও ছয়কুরি বিল ক্লাবের আর্থিক সংকটে খেলাধুলা সামগ্রী ক্রয় করতে না পারলে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে নানাবিধ জটিলতার সম্মুখীন হচ্ছে বিষয়টি জানতে পেরেই নানিয়ারচর জোন কর্তৃক সাবেক্ষং কিংস ইলিভেন্ট ক্লাবকে ২৪ জোড়া জার্সি, ২টি ফুটবল, ১টি ভলিবল এবং ১টি ভলিবল খেলার নেট ও ছয়কুরিবিল ক্লাবকে ১৬ জোড়া জার্সি, ২টি ফুটবল এবং একটি হ্যান্ড গ্লাভস প্রদান করে। এসময় এক দরিদ্র পরিবারের কলেজ শিক্ষার্থীকে পরীক্ষার ফি বাবদ নগদ অর্থ প্রদান করে।

এসময় জোন অধিনায়ক বলেন, বাংলাদেশ সেনাবাহিনী তথা নানিয়ারচর জোন তার দায়িত্বপূর্ণ এলাকায় এসকল উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখবে এবং জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে জনসাধারণের সার্বিক জীবনযাত্রার মান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাবে সেনাবাহিনী।

You may have missed