কাজী শাহেদ আহমেদের মৃত্যুতে সেনাপ্রধানের শোক - Southeast Asia Journal

কাজী শাহেদ আহমেদের মৃত্যুতে সেনাপ্রধানের শোক

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বাংলাদেশের আধুনিক সাংবাদিকতার পথপ্রদর্শক দৈনিক আজকের কাগজের প্রকাশক ও সম্পাদক, জেমকন গ্রুপের প্রতিষ্ঠাতা কাজী শাহেদ আহমেদ সোমবার সন্ধ্যায় ইন্তেকাল করেছেন।

যিনি যশোর সদর আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহ সভাপতি কাজী নাবিল আহমেদের পিতা।

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সভাপতি ও সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ এবং মহাসচিব সৈয়দ শাহেদ রেজা কাজী শাহেদ আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। একইসঙ্গে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

এছাড়া বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও সম্মিলিত ক্রীড়া পরিবারও কাজী শাহেদ আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে।