কক্সবাজার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ১২ জেলে দগ্ধ - Southeast Asia Journal

কক্সবাজার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ১২ জেলে দগ্ধ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজারে মাছ ধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১২ জেলে দগ্ধ হয়েছেন। এ ঘটনায় দগ্ধদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গত ১ সেপ্টেম্বর শুক্রবার সকালে পৌরসভার ৬নং ঘাটে এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার সদর মডেল থানার ওসি রফিকুল ইসলাম।

দগ্ধদের মধ্যে তিনজনের নাম পাওয়া গেছে। তারা হলেন, দুলাল মাঝি, কামাল মাঝি, রহিম উল্লাহ। তাৎক্ষণিকভাবে বাকিদের নাম জানা যায়নি।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আশিকুর রহমান বলেন, দগ্ধ ১২ জনের মধ্যে ১০ জনের শরীর ৭০-৯০ শতাংশ পুড়ে গেছে। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আর ৩০-৪০ শতাংশ পুড়ে যাওয়া দুইজনকে সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ৬নং ঘাটের সেলিস বহদ্দারের মালিকানাধীন ‘এফবি লাকি’ ট্রলারটি বৃহস্পতিবার মাছ ধরে কূলে ফিরে আসে। পরে শুক্রবার সকালে জেলেরা রান্নার জন্য গ্যাস সিলিন্ডার লাগাতে গেলে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ১২ জন দগ্ধ হয়েছেন।