রাজশাহী সীমান্ত থেকে ২ কোটি টাকার হেরোইন জব্দ
নিউজ ডেস্ক
রাজশাহী সীমান্ত থেকে প্রায় ২ কোটি টাকা মূল্যের ২ কেজি হেরোইন জব্দ করেছে র্যাব। র্যাব-৫ এর রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল এ অভিযান চালায়।
রোববার (৩ সেপ্টেম্বর) ভোরে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ভারতীয় সীমান্ত লাগোয়া চর আষাড়িয়াদহ ইউনিয়নের চর ভুবনপাড়া গ্রামের মো. ইদিলের (৫৫) বাড়িতে এ অভিযানো হয়। এ সময় র্যাব মো. ইদিলকে গ্রেপ্তার করেছে।
র্যাব-৫ এর অধিনায়ক লে. কর্নেল রিয়াজ শাহরিয়ার জানান, ভারত থেকে হেরোইনের চালান এনে বাড়িতে রাখার খবরে ইদিলের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়ি থেকে একজন পালিয়ে যেতে সক্ষম হন। আর পালানোর সময় র্যাব সদস্যদের হাতে ধরা পড়েন ইদিল। পরে তল্লাশি চালিয়ে তার বাড়ি থেকে ২ কেজি হেরোইন উদ্ধার করা হয়। এ নিয়ে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।