খাগড়াছড়িতে সেনা অভিযানে বিপুল পরিমান ভারতীয় কাপড়, ঔষধ ও সিগারেট জব্দ - Southeast Asia Journal

খাগড়াছড়িতে সেনা অভিযানে বিপুল পরিমান ভারতীয় কাপড়, ঔষধ ও সিগারেট জব্দ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় কাপড়, ঔষধ ও সিগারেট জব্দ করেছে সেনাবাহিনীর সদস্যরা।

আজ রোববার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে গুইমারার জালিয়াপাড়া বাজার হতে এসব অবৈধ মালামাল জব্দ করে সেনাবাহিনী।

জানা যায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর ২৪ আর্টিলারি ব্রিগেড ও গুইমারা রিজিয়নের বিগ্রেড মেজর (বিএম) মেজর একেএম ফয়সালের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল জালিয়াপাড়া বাজারে অভিযান পরিচালনা করে।

এসময় একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে ২৯ কার্টুন সিগারেট, ২ কার্টুন ঔষধ ও ২ কার্টুন কাপড় জব্দ করা হয়।

সূত্র জানায়, জব্দকৃত অবৈধ মালামালের আনুমানিক বাজার মূল্য ৭৫ লাখ টাকা।

সেনাবাহিনীর একটি সূত্র জানিয়েছে, জব্দকৃত মালামালের বিষয়ে থানায় সাধারণ ডায়েরি পূর্বক চট্টগ্রাম কাস্টমসে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।