সাজেকের দুর্গম এলাকার মানুষের জন্য ঝুলন্ত সেতু উদ্বোধন - Southeast Asia Journal

সাজেকের দুর্গম এলাকার মানুষের জন্য ঝুলন্ত সেতু উদ্বোধন

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটির সাজেকের দুর্গম ভূয়াছড়ি এলাকায় পাহাড়ি ছড়ার উপর স্থানীয়দের পারাপারের জন্য ঝুলন্ত সেতু তৈরি করেছে সাজেক ইউনিয়ন পরিষদ। গত শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে ১০০ মিটার দৈর্ঘ্যের এই সেতুর উদ্বোধন করেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুমানা আক্তার।

বাংলাদেশ স্বাধীনের পর এই প্রথম কোন উপজেলা নির্বাহী অফিসার মাচালং ভূয়াছড়ি এলাকা পরিদর্শন করেছেন। তাই এই সেতুটি নিয়ে স্থানীয়দের মাঝে বেশ আগ্রহ দেখা গেছে। সেতুটি ৯ লাখ টাকা ব্যয়ে সাজেক ইউনিয়ন পরিষদের এলজিএসপির টাকায় করা হয়েছে বলে জানিয়েছেন সাজেক ইউনিয়নের চেয়ারম্যান অতুলাল চাকমা।

সেতুটি নির্মাণ এর ফলে চারটি গ্রামের প্রায় ৫ হাজার মানুষ ও ৩টি বিদ্যালয়ে ২ শতাধিক ছাত্র-ছাত্রী নিয়মিত পারাপার হতে পারবে। ঝুলন্ত সেতু উদ্বোধনের পাশাপাশি ভুয়াছড়ি ও মাচালং এলাকায় চলমান ৩টি নতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজও পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার।

এসময় তিনি স্থানীয়দের সাথে মতবিনিময় করেন। শিশু জন্মগ্রহণের দুই সপ্তাহের মধ্যে জন্মনিবন্ধন তৈরি ও ঘরে খাবার স্যালাইন তৈরি পদ্ধতিসহ নানা স্বাস্থ্য বিষয় নিয়ে কথা বলেন তিনি। পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্থানীয়দের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার বলেন, এখন যেহেতু বর্ষাকাল। তাই আমরা নদী পথে এসেছি, সাজেক ইউনিয়নটা অনেক দুর্গম হলেও যাওয়াটা অসম্ভব নয়, আমার কাছে এতটা ঝুঁকি মনে হয়নি। দুর্গমতার চেয়ে এখানে ইচ্ছে শক্তিটাই বেশী।

এসময় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাহফুজুর রহমানসহ স্থানীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।