বৃষ্টি ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত রাঙামাটির ২৩ সড়ক মেরামতে দরকার ৪৬ কোটি টাকা - Southeast Asia Journal

বৃষ্টি ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত রাঙামাটির ২৩ সড়ক মেরামতে দরকার ৪৬ কোটি টাকা

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

গত মাসের টানা বৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড় ধসের কারণে রাঙামাটির জেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) আওতাধীন ২৩টি সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। যার দৈর্ঘ্য ২৪ কিলোমিটার। এসব সড়ক মেরামত করতে প্রায় ৪৬ কোটি টাকা প্রয়োজন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এছাড়া সড়ক ও জনপথ অধিদপ্তারের আওতাধীন জেলার বিভিন্ন সড়কের ৪৪টি পয়েন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব সড়ক মেরামতে দরকার ৯ কোটি টাকা।

রাঙামাটি এলজিইডি সূত্রে জানা গেছে, জেলা সদর, কাউখালী, কাপ্তাই, রাজস্থলী ও বাঘাইছড়ি উপজেলায় সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে কাউখালী উপজেলায় সড়ক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতোমধ্যে সবগুলো সড়ক ছোটখাটো মেরামত করে চালু করে দেওয়া হয়েছে। কোনো সড়কে ব্লক নেই।

রাঙামাটি এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো. আহামদ শফি বলেন, গত মাসের টানা বর্ষণে রাঙামাটি জেলায় সড়কের ব্যাপক ক্ষতি হয়েছে। এলজিইডির আওতাধীন রাঙামাটি জেলার ২৩টি সড়ক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। যার দৈর্ঘ্য ২৪ কিলোমিটার। এছাড়াও ছোটখাটো সবমিলিয়ে ২৪৫ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ২৪ কিলোমিটার সড়ক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ২৪ কিলোমিটার রাস্তা মেরামতে প্রায় ৪৬ কোটি টাকা লাগবে। ক্ষতিগ্রস্তসহ আরোও নতুন কিছু রাস্তা ধরে মোট ১০০ কোটি টাকার ডিপিপি প্রণয়ন করে মন্ত্রণালয় পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, বান্দরবান ও খাগড়াছড়ি থেকেও একটি তালিকা প্রণয়ন করে মন্ত্রণালয়ে সাবমিট করা হবে। এই প্রকল্প পাস হলে সড়ক মেরামতের কাজ ধাপে ধাপে করা হবে।

সড়ক ও জনপথ অধিদপ্তর রাঙামাটি অফিস সূত্রে জানা গেছে, রাঙামাটি-ঘাগড়া-চন্দ্রঘোনা ভায়া বান্দরবান সড়কে ২১টি, চট্টগ্রাম-রাঙামাটি জাতীয় মহাসড়কে ১০টি, বাঙালহালিয়া-রাজসহলী সড়কে ৭টি, রাঙামাটি-মহালছড়ি- খাগড়াছড়ি সড়কে ৩টি, বগাছড়ি-নানিয়ারচর সড়কে ২টি ও রাণীরহাট-কাউখালি সড়কে ১টিসহ মোট ৪৪ পয়েন্টে সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে।

রাঙামাটি সড়ক ও জনপথ অধিদপ্তারের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা জানান, রাঙামাটিতে সওজ-এর আওতাধীন প্রায় ৪৪টি সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। ১ দশমিক ৭ কিলোমিটার রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। সড়কগুলো সংস্কার ও রক্ষা করতে প্রায় ৯ কোটি টাকা প্রয়োজন।