সেনা সদস্যরা জাতিসংঘ মিশনে সুনামের সাথে দায়িত্ব পালন করছে- সেনাবাহিনী প্রধান - Southeast Asia Journal

সেনা সদস্যরা জাতিসংঘ মিশনে সুনামের সাথে দায়িত্ব পালন করছে- সেনাবাহিনী প্রধান

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘের অধিনে পরিচালিত মিশনগুলোতে সুনামের সাথে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে দেশের ভাবমূর্তি উজ্জল করছে। সেই সাথে দেশের কল্যাণমুখী সব কাজ করছে সেনাবাহিনীর সদস্যরা।

রবিবার (১৭ সেপ্টেম্বর) সকালে সাভার সেনানিবাসের কোর অব মিলিটারি পুলিশ সেন্টার এন্ড স্কুলে কোর অব মিলিটারি পুলিশের ৫ম কোর পুনর্মিলনী ও বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি কোর অব মিলিটারি পুলিশের গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং দেশমাতৃকার সেবায় এই কোরের অবদানের কথা স্মরণ করেন। সেনাবাহিনীর আধুনিকায়ণের ক্ষেত্রে বর্তমান সরকারের অবদানের জন্য তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। সেনাবাহিনী প্রধান আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় সদা প্রস্তুত থাকতে কোর অব মিলিটারি পুলিশের সকল সদস্যের প্রতি আহ্বান জানানসহ এই কোরের সদস্যদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টিসহ এবং কোরের প্রতিটি সদস্যের মাঝে আগামী দিনে দেশসেবার অনন্য দৃষ্টান্ত স্থাপনের প্রত্যয় পুর্নব্যক্ত করেন।

এ সময় একাডেমিক ভবনের কনফারেন্স রুমে সেনাবাহিনী প্রধান বার্ষিক অধিনায়ক সম্মেলনে উপস্থিত কোর অব মিলিটারি পুলিশের ইউনিটসমূহের অধিনায়ক ও অন্যান্য কর্মকর্তাদের এই কোরের উন্নয়ন, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও দেশে-বিদেশে পরিচালিত কার্যক্রম বিষয়ে বক্তব্য প্রদান পরবর্তীতে মতবিনিময় করেন।

এদিন সেনাবাহিনী প্রধান কোর অব মিলিটারি পুলিশ সেন্টার এন্ড স্কুলে পৌঁছালে তাকে স্বাগত জানান জেনারেল অফিসার কমান্ডিং, আর্মি টেনিং এন্ড ডকট্রিন কমান্ড এবং জেনারেল অফিসার কমান্ডিং ৯ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার সাভার এরিয়া।

উক্ত সম্মেলনে গন্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন জেনারেল অফিসার কমান্ডিং, আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড (আর্টডক) লেফটেন্যান্ট জেনারেল আহম্মদ তাবরেজ শামস চৌধুরী, সাভার এরিয়া কমান্ডার ও ৯ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মিজানুর রহমান শামীম, পরিচালক পিএস পরিদপ্তর, পরিচালক এডহক মিলিটারি পুলিশ পরিদপ্তর এবং কমান্ড্যান্ট, সিএমপি সেন্টার এন্ড স্কুলসহ কোরের সকল ইউনিট অধিনায়কগণ।

You may have missed