রাঙামাটিতে সেনা অভিযানে বিপুল পরিমান অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার - Southeast Asia Journal

রাঙামাটিতে সেনা অভিযানে বিপুল পরিমান অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পাহাড়ি জেলা রাঙামাটিতে বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমান অবৈধ অস্ত্র গোলাবারুদ উদ্ধার করেছে সেনাবাহিনীর সদস্যরা।

আজ মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে জেলা সদরের বন্দুকভাঙ্গাস্থ তইন্নাছড়ি, যমচুগ এলাকায় এ অভিযান চালায় সেনাবাহিনী।

অভিযান চালিয়ে এদিন উদ্ধারকৃত অস্ত্রের ও গোলাবারুদের মধ্যে রয়েছে, ১টি এসএমজি, ১টি চায়না রাইফেল টি-৮১, ১টি বোম্ব ৪০ মিঃমিঃ, এইচই এমজি-৩টি, ৩টি ম্যাগাজিন (২টি এসএমজি এবং ১টি রাইফেল), ১৪১ রাউন্ড এসএমজি এ্যামোনিশন, ২৭ রাউন্ড রাইফেল এ্যামোনিশন এবং ২টি মোবাইল ফোন।

সূত্র জানায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাঙামাটি সেনা জোনের একটি দল তইন্নাছড়ি, যমচুগ এলাকায় বিশেষ অভিযান চালায়। এসময় ওই এলাকার একটি কিয়াংঘর এর নিচ হতে এসব অবৈধ অস্ত্র উদ্ধার করতে সক্ষম হয় সেনা সদস্যরা। এসময় সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস এর এক সশস্ত্র সন্ত্রাসীকেও আটক করা হয়। তবে তার নাম-পরিচয় পাওয়া যায় নি।

ধারনা করা হচ্ছে, অবৈধ অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি, অপহরণ ও খুনের মতো ঘটনা ঘটিয়ে পাহাড়ের পরিবেশ অশান্ত করতেই সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস সন্ত্রাসীরা এসব অস্ত্র মজুদ করছিল।

সেনাবাহিনী জানায়, রাঙ্গামাটি সদর জোন কর্তৃক পার্বত্য চট্টগ্রামে শান্তি বজায় রাখতে নিরাপত্তা বাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এছাড়া এ সকল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, সশস্ত্র সন্ত্রাসী এবং চাঁদাবাজদের গ্রেফতারের ফলে নিরীহ জনমনে স্বস্তি পরিলক্ষিত হবে বলে আশা করা হয়।