খাগড়াছড়িতে বিদেশী মদ ও ভারতীয় ঔষধসহ উপজাতি নারী আটক - Southeast Asia Journal

খাগড়াছড়িতে বিদেশী মদ ও ভারতীয় ঔষধসহ উপজাতি নারী আটক

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্ক

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিদেশী মদ ও ভারতীয় ঔষুধসহ জ্যোতিকা ত্রিপুরা (৩২) নামে এক উপজাতি চোরাকারবারীকে আটক করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ। গতকাল সোমবার (২৫ সেপ্টেম্বর) রাতের দিকে মাটিরাঙ্গা সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ধন্তীরাম পাড়ার বাসিন্দা কালা ত্রিপুরার বসত ঘর থেকে এসব অবৈধ মালামাল উদ্ধার করা হয়।

জ্যোতিকা ত্রিপুরা একই এলাকার কালা ত্রিপুরার স্ত্রী। প্রাথ‌মিক জিজ্ঞাসাবা‌দে দীর্ঘদিন ধ‌রে চোরাচালান ও মাদক ব্যবসার সা‌থে জ‌ড়িত থাকার কথা স্বীকার ক‌রে‌।

পুলিশ জানায়, আমদানি শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা বিদেশী মদ ও ভারতীয় ঔষুধ মজুদ করা হয়েছে এমন তথ্যের ভিত্তিতে মাটিরাঙ্গা থানা পুলিশের একটি একটি টিম ধন্তীরামপাড়ার একটি বসতঘরে অভিযান পরিচালনা করে। এসময় ৬ বোতল বিদেশী মদ ও ২৩ হাজার পিস ভারতীয় ঔষধ জব্দ করে। জব্দকৃত ভারতীয় ঔষধের আনুমানিক বাজার মুল্য এক লাখ ১৫ হাজার টাকা।

মাটিরাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।