রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যােগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প পরিচালনা
নিউজ ডেস্ক
রাঙামাটির কাপ্তাইয়ে সেনাবাহিনীর রাঙামাটি রিজিয়নের আওতাধীন ১০ আর.ই ব্যাটালিয়নের উদ্যােগে বালুখালী ইউনিয়ন এলাকায় স্বাস্থ্যসেবা ক্যাম্প পরিচালনার মাধ্যমে বাঙালি-পাহাড়ি দুস্থ, অসহায় ও গরীব জনসাধারণে মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ওষুধ বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৬ অক্টোবর ) সকাল থেকে দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্প কার্যক্রম পরিচালনা করা হয়।
১০ আর.ই ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মুহাম্মদ সোহেল এদিন বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প পরিচালনা কর্মসূচীর উদ্বোধন করেন।
জানা যায়, সেনাবাহিনীর প্রধানের দিক নির্দেশনায় ১০ আর.ই ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মুহাম্মদ সোহেল এর তত্ত্বাবধানে ব্যাটালিয়নের আরএমও ক্যাপ্টেন সাদমান সাকিব কর্তৃক উক্ত চিকিৎসা সেবা প্রদান করা হয়।
এদিন, ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসক দ্বারা প্রায় ১০০ রোগীকে চিকিৎসা সেবা ও ওষুধ দেওয়া হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী। এসময় চোখের সমস্যা, নাক-কান-গলা, হৃদরোগ ও বক্ষব্যাধী, লিভার-পরিপাক ও কিডনি, চর্ম ও যৌন, শিশু বিভাগ, ডায়াবেটিস ও ইউরিন, প্রসূতি ধাত্রীবিদ্যা ও স্ত্রী রোগ, নিউরো মেডিসিন, পেইন ক্লিনিক ও বাতের ব্যথা, ফিজিক্যাল মেডিসিন বিভাগে রোগী দেখা ও বিভিন্ন রোগের জন্য বিনামূল্যে ওষুধ দেওয়া হয়।
ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল মুহাম্মদ সোহেল জানিয়েছেন, ১০ আর.ই ব্যাটলিয়নের পক্ষ থেকে ভবিষ্যতেও সুবিধা বঞ্চিত মানুষের জন্য চিকিৎসা সেবা অব্যাহত থাকবে।