জাতীয় পরিচয়পত্র করতে এসে ৫ রোহিঙ্গা আটক - Southeast Asia Journal

জাতীয় পরিচয়পত্র করতে এসে ৫ রোহিঙ্গা আটক

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ময়মনসিংহের ফুলপুরে জাতীয় পরিচয়পত্র করতে এসে ৫ রোহিঙ্গা আটক হয়েছেন। এ ঘটনায় সহযোগী আরও তিন বাংলাদেশি নাগরিককেও আটক করা হয়েছে।

গত বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে ফুলপুর উপজেলা নির্বাচন কার্যালয় সামনে থেকে পাঁচ রোহিঙ্গা যুবকসহ ৮ জনকে আটক করে পুলিশ।

আটক রোহিঙ্গারা হলেন- কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পের কলিমুল্লাহ ছেলে আব্দুর রহমান (২০), আমানুল্লাহর ছেলে এনামুল্লাহ (২১), হাজী সৈয়দ আলীর ছেলে মো. মজিবর (২১), মো. আব্দুল কালামের ছেলে মো. হাবিবুর রহমান (১৯) ও নুর মোহাম্মদের ছেলে মো. নুর কামাল (১৯)।

তাদের সহযোগী তিন বাংলাদেশি হলেন- টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার আবুল হোসেনের ছেলে মো. ফরিদ (১৯), একই উপজেলার মৃত লতিফ মিয়ার ছেলে মো. সিরাজুল (১৯) ও সখিপুর উপজেলার হাসেন আলীর ছেলে মো. সিয়াম (২০)।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, পরিচয় গোপন রেখে পাঁচ রোহিঙ্গা যুবক জাতীয় পরিচয়পত্র করার উদ্দেশ্যে ফুলপুর নির্বাচন কার্যালয়ের আশপাশে অবস্থান করছিলেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে উপজেলা নির্বাচন কার্যালয় থেকে ফুলপুর থানায় জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উপজেলা নির্বাচন কার্যালয়ের সামনে থেকে পাঁচ রোহিঙ্গা যুবকসহ ৮ জনকে আটক করে থানায় নিয়ে আসে।